অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান মহিলাদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল


সংঘাত নিরসন ও নারীর প্রতি সহিংসতা ও যৌন হয়রানী ও নারী মানবাধিকার কর্মী হত্যা রোধে কিছুই করতে পারেনি আফগান সরকার। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একথা বলেছে।

মঙ্গলবার কাবুলে সংস্থাটির এক রিপোর্টে বলা হয় আফগানিস্তানে সহাসিকতার সঙ্গে কাজ করে সেখানকার মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে যেসব নারী কর্মীরা অবদান রেখেছেন তাদের প্রতি মুখ ফিরিয়ে নিচ্ছে দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়।

যদিও গবেষকদের তথ্যমতে আফগানিস্তানের নারী মানবাধিকার কর্মীরা বেশীরভাগই তালেবান আক্রমণের শিকার; তবে সরকারী ও স্থানীয় সম্প্রদায়েরও সমর্থন ও সহোযগিতা তারা কম পান।

সংস্থার আফগান শাখার গবেষক হোরিয়া মোসাদিক ভয়েস অব আমেরিকাকে বলেন ৫০ জনেরও বেশী নারী মানবাধিকার কর্মী ও তাদের ওপর পরিবারের ওপর অব্যহত হুমকীকে আমলে আনছেন না সরকার।

তিনি বলেন নারীদের রক্ষায় সকল আইনগত পথ আফগানিস্তানে থাকার পরও সরকার তা বাস্তবায়ন না করায় তা মিথ্যা প্রতিশ্রতিতে পরিণত হয়েছে।

XS
SM
MD
LG