অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার সহিংসতায় মৃতের হার যেমন বাড়ছে - তেমনি বাড়ছে সিরিয় কূটনীতিকদের বহিস্করনও


সিরিয়ার সহিংসতায় মৃতের হার যেমন বাড়ছে ক্রমান্বয়ে- অন্যদিকে তেমনি বাড়ছে পশ্চিমের দেশগুলো থেকে সিরিয় কূটনীতিকদের বহিস্করনও । আন্তর্জাতিক শান্তি দূত কোফি আনান সিরিয় প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বলেছেন জাতিসংঘের ৬ দফা শান্তি পরিকল্পনা ,সহিংসতা থামাতে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ ভিন্ন সফল হতে পারেনা ।

জাতিসংঘের জনৈক মূখপাত্র যেমন বলেছেন – দামেস্কে অবস্থানরত মি:আনান , রক্তক্ষরণ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ-দূশ্চিন্তার কথা মি:আসাদকে জানিয়েছেন , গেলো সপ্তাহে হৌলায় যেভাবে শতাধিক নারীপুরুষ শিশুর হত্যযজ্ঞ ঘটেছে জানিয়েছেন সে কথাও ।

জেনিভায় , জাতিসংঘের মানবাধিকার কার্যালয় মঙ্গলবার বলেছে – জাতিসংঘের পরিদর্শকেরা দেখেছেন – হৌলার ঘটনায় কম হলেও জনা বিশ লোকের ওপর কামান ও ট্যাঙ্কের গোলার আঘাত হানা হয়েছে । প্রত্যক্ষদর্শীরা , পরিদর্শকদেরকে জানিয়েছেন নিহতদের অধিকাংশই প্রাণ হারায় নিজেদের ঘরবাড়ির ভেতরেই , সংক্ষিপ্ত বিচার ও সংশ্লিষ্ট প্রাণ দন্ড বিধানে ।

এসব হত্যাকান্ডের কারণে কমসে কম ন’টি দেশ থেকে সিরিয়ার কূটনীতিকদেরকে বহিস্কারের নির্দেশ দেওয়া হয়েছে ।

XS
SM
MD
LG