অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়া সংকট নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ দূত কোফি আনান


জাতিসংঘের দূত কোফি আনান হূঁশিয়ারী ব্যক্ত করে বলেছেন – সিরিয়া সংকটের নিস্পত্তি করতে না পারলে পরিণতি তার কিন্তু অকল্পনীয় রকমে খারাপ হবে । মঙ্গলবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহির সঙ্গে কথাবার্তার পর তিনি এ মন্তব্য করেন । সিরিয়া বিষয়ে তাঁর পরিকল্পনা উদ্ধার করতে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন । ঐ অঞ্চলে ইরান হলো সিরিয়ার শীর্ষ মিত্র দেশ ।

মি:আনান বলেন – ইরান সরকার তাঁর প্রয়াসে সহযোগিতা দিয়েছে এবং সমস্যার শান্তিপুর্ন সমাধান অন্বেষায় ইরানের সঙ্গে লাগাতার কাজ করে যেতে চান তিনি ।

মি:আনান এখন ইরাকের প্রধানমন্ত্রী নূরী আল মালিকির সঙ্গে সিরিয়া সংকট বিষয়ে আলোচনা করতে বাগদাদে রয়েছেন ।

XS
SM
MD
LG