অ্যাকসেসিবিলিটি লিংক

পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের ভবিষ্যত কোন দিকে যাচ্ছে ?


পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের ভবিষ্যত কোন দিকে যাচ্ছে ?
পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের ভবিষ্যত কোন দিকে যাচ্ছে ?

করাচীতে গত কয়েকদিনের সহিংসতায় একজন সাংবাদিক, একজন পাইলটসহ ৩ ডজনেরও বেশি লোক মারা গিয়েছে – ইতিমধ্যে ফরেন এ্যাফেয়ার্স সাময়িকীতে দেওয়া বক্তব্যে ওয়াশিংটনের গবেষণা প্রতিষ্ঠান ব্রকিংস ইনস্টিটিউশানের স্টীফেন কোয়েন বলেছেন – এভাবে সহিংসতা, জঙ্গিবাদের বিস্তার ঘটতে থাকলে ৫/৬ বছরে পাকিস্তানের ভবিষ্যত খুব একটা সুখকর অবস্থানে গিয়ে পৌঁছুবে বলে মনে হয়না – সাংবাদিক হিসেবে এর মূল্যায়ন করতে গিয়ে করাচীর ইংরেজি দৈনিক ডন পত্রিকার ওয়াশিংটন ব্যুরো প্রধান আনোয়ার ইকবাল বললেন, বেনজির ভুট্রোর হত্যা, প্রলয়ংকরী বন্যা এবং পানজাবের গভর্ণর সালমান তাসীরের হত্যা – এ পরিস্থিতিকে আরো মারাত্মক করে পাকিস্তানের চলার পথটাকেই বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। এ ব্যাপারে ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের সঙ্গে আনোয়ার ইকবালের একান্ত সাক্ষাত্কারে ।

XS
SM
MD
LG