অ্যাকসেসিবিলিটি লিংক

বেইজিং-এ এ্যাপেক সম্মেলন শুরু


বেইজিং এ annual Asia-Pacific Economic Summit বা বার্ষিক এ্যাপেক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভাষণে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন চীনের ধীর প্রবৃদ্ধি পরিলক্ষিত হলেও তা নিয়ে উদ্বেগের কিছুই নেই।

বিশ্ব নেতৃবৃন্দদের উদ্দেশ্যে তিনি বলেন অর্থনৈতিক সংস্কার এবং অর্থনীতিতে বাজারের সামর্থ্য বৃদ্ধিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ।

২০০৮-২০০৯ সালের বিশ্ব অর্থনৈতিক সংকটের সময় থেকে, বর্তমানে চীনের অর্থনীতি, সর্বনিম্ন অবস্থানে। চীনা প্রেসিডেন্ট, আঞ্চলিক বানিজ্য সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়ে বলেন, ঐ আঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের জন্য চীন, ৪ হাজার কোটি ডলারের তহবিল ঠিক করে রেখেছে।

তবে যুক্তরাস্ট্রের বানিজ্য প্রতিনিধি মিশেল ফোরম্যান বলেছেন, ওয়াশিংটন তার নিজস্ব ১২-জাতি ট্রান্স প্যাসিফিক পার্টনারশীপ পরিকল্পনা বাস্তবায়নের কাজ করবে, যাতে চীনকে রাখা হয়নি।

রোববার সকালে প্রেসিডেন্ট ওবামা বেইজিং এ এ্যাপেক সম্মেলনের উদ্দেশ্যে ওয়াশিংটন ছেড়ে গেছেন। এরপর তিনি মিয়ানমার সফর শেষে অষ্ট্রেলিয়ায় জি-২০ সম্মেলনে যোগ দেবেন।

XS
SM
MD
LG