অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়াকে বাদ দেওয়া হবে কিনা নির্ধারণের জন্যে আরব লীগের বৈঠক


সিরিয়াকে বাদ দেওয়া হবে কিনা নির্ধারণের জন্যে আরব লীগের বৈঠক
সিরিয়াকে বাদ দেওয়া হবে কিনা নির্ধারণের জন্যে আরব লীগের বৈঠক

আরব লীগের কর্মকর্তারা বলছেন, আরব দেশসমুহের পররাষ্ট্রমন্ত্রীরা কায়রোয় এক জরুরী বৈঠকে বসেছেন সিরিয়াকে আঞ্চলিক এ সংস্থা থেকে বাদ দেওয়া হবে কিনা তা নির্ধারনের জন্যে । সকল কর্মকর্তা নামোল্লেখ করা হবে না সেই শর্তে জানান যে ঐ সদস্যত্ব বাদ দেওয়া নিয়েই কথাবার্তা হচ্ছে । এর আগে ২২ জাতির এ সংস্থা লিবিয়াকে সংস্থা থেকে বাদ দেয় এ বছরের গোড়ার দিকে মুয়াম্মার গাদ্দাফি সরকার, বিরোধী প্রতিবাদীদের ওপর রক্তক্ষয়ী অবদমন তত্পরতা জোরেশোরে আরম্ভ করবার পর । উত্তর আফ্রিকি দেশ লিবিয়ায় নতুন নেতৃত্ব ক্ষমতায় কায়েম হবার পর আরব লীগে দেশটির সদস্যত্ব এখন আবার পুনর্বাসিত করা হয়েছে । উপসাগরীয় দেশসমূহ রবিবারের এ বৈঠকের আহ্বান জানায় । সৌদি আরব ও উপসাগরীয় অনেক কটি দেশ ইতিমধ্যেই দামেস্ক থেকে তাদের রাষ্ট্রদূতদের ফিরিয়ে নিয়ে গিয়েছে ।

XS
SM
MD
LG