অ্যাকসেসিবিলিটি লিংক

বিদেশী হস্তক্ষেপের কড়া সমালোচনা করেছেন আরব লীগের প্রধান


বিদেশী হস্তক্ষেপের কড়া সমালোচনা করেছেন আরব লীগের প্রধান
বিদেশী হস্তক্ষেপের কড়া সমালোচনা করেছেন আরব লীগের প্রধান

আরব লীগের প্রধান নাবিল এলারাবি সিরিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠকের পর আরব বিষয়ে বিদেশী হস্তক্ষেপের কড়া সমালোচনা করেছেন। সিরিয়ার রাষ্ট্রচালিত সংবাদ সংস্থা সানা আরব লীগের প্রধানকে উদ্ধৃত করে বলেছে, আরব লীগ তাদের ব্যাপারে বিদেশী হস্তক্ষেপ মানে না। এর একদিন আগে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ার জনগণের চোখে মিঃ আসাদ বৈধতা হারাচ্ছেন এবং সত্যিকারের সংস্কার সাধনের একের পর এক সুযোগ নষ্ট করেছেন। মিঃ ওবামা বলেন, সিরিয়ার সরকার মিঃ আসাদের একনায়কতান্ত্রিক শাসনবিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর অগ্রহণযোগ্য নিষ্ঠুর অভিযান চালিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দামেশকে অ্যামেরিকান এবং ফ্রেঞ্চ দূতাবাসে এ সপ্তাহের হামলার কড়া সমালোচনা করেছে। গত সপ্তাহে অ্যামেরিকান এবং ফ্রেঞ্চ দূত অশান্ত হামা শহরে সেনা অভিযানের শিকার বাসিন্দাদের সাথে সংহতি প্রকাশ করতে সেখানে গেলে মিঃ আসাদের সমর্থকরা তাদের দূতাবাসে হামলা চালায়।

XS
SM
MD
LG