অ্যাকসেসিবিলিটি লিংক

অ্যারিজনায় ৬ জন নিহত হবার পর সারা দেশে এক মিনিট নীরবতা পালন


অ্যারিজনায় ৬ জন নিহত হবার পর সারা দেশে এক মিনিট নীরবতা পালন
অ্যারিজনায় ৬ জন নিহত হবার পর সারা দেশে এক মিনিট নীরবতা পালন

যুক্তরাস্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ব্যাপক গুলি চালনায় ৬ জন নিহত এবং একজন কংগ্রেস সদস্যা গ্যাব্রিয়েল গিফর্ডস গুরুতর আহত হবার ঘটনার পর আজ প্রেসিডেন্ট বারাক ওবামা দেশে এক মিনিটের নীরবতা পালনের অনুষ্ঠান নের্তৃত্ব দিয়েছেন।

প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডী মিশেল ওবামা হোয়াইট হাউজে এক মিনিট নীরবতা পালন করেন।

যুক্তরাস্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিন্টন ঐ ঘাতককে একজন চরমপন্থি বলে বর্ণনা করেন এবং প্রতিনিধি পরিষদের আহত ৪০ বছর বয়সী সদস্যা গ্যাব্রিয়েল গিফর্ডসকে অত্যন্ত চমৎকার এবং অবিশ্বাস্য রকমের সাহসী মানুষ বলে বর্ণনা করেন।

ঐ অভিযুক্ত বন্দুকধারী আজ অ্যারিজনার ফিনিক্স এ একটি আদালতে হাজির হবে। ঐ ঘটনায় একজ্ন ফেডারেল বিচারক এবং ৯ বছরের একটি মেয়ে প্রাণ হারায়।

ঘটনার প্রকৃত কারণ কি হ’তে পারে তা নিয়ে আলোচনা করেছেন টেলি কনফারেন্স লাইনে ওয়াশিংটন থেকে রিপাবলিকান পার্টির সদস্য ডক্টর আহতেশাম চৌধুরী ও নিউ ইয়র্কে থেকে ডেমোক্র্যাটিক পার্টির সদস্য মোর্শেদ আলম । ভয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আলোচনায় সঞ্চালকের ভুমিকা পালন করেন সরকার কবীরূদ্দীন ও রোকেয়া হায়দার ।

XS
SM
MD
LG