অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে ইমরান খান সহ বিরোধী নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি


পাকিস্তানের রাষ্ট্র পরিচালিত টেলিভিশন স্টেশন পিটিভি’র সদর দপ্তরে হামলা চালানোর জন্য সে দেশের একটি আদালত , সরকার বিরোধী প্রতিবাদের নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে।

ইসলামাবাদের একটি সন্ত্রাস বিরোধী আদালত বিরোধী রাজনীতিক ইমরান খান , অগ্নিগর্ভ ধর্মীয় নেতা তাহরিুল কাদরি এবং প্রধান মন্ত্রী নেওয়াজ শরীফের সরকারের আরও বহু সমালোচকের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে।

২০১৩ সালের নির্বাচনে কারচুপির অভিযোগে মি শরীফের পদত্যাগের দাবিতে খান এবং কাদরি সমর্থকরা কয়েক মাস ধরে প্রতিবাদ চালিয়ে আসছে । মি শরীফ পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন এবং বিক্ষোভকারীরা দেশের সংসদ ভবনের চারপাশে তাঁবু গেড়ে কয়েক সপ্তা ধরে প্রতিবাদ জানিয়ে আসছে।

সেপ্টেম্বর মাসে বিক্ষোভকারীরা রাষ্ট্র নিয়ন্ত্রি টেলিভিশনের দপ্তরে আক্রমণ চালায় । তারা আসবাব পত্রের ক্ষতি এবং টেলিভিশন সাজ সরঞ্জামের ক্ষতি করে এবং সাময়িক ভাবে অনুষ্ঠান প্রচার বন্ধ রাখতে বাধ্য করে।

সামরিক বাহিনী পরে নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং বিক্ষোভকারীদের ভবন থেকে সরিয়ে দেয়।

XS
SM
MD
LG