অ্যাকসেসিবিলিটি লিংক

খ্রীষ্টান ও মুসলমানদের মধ্যে সংঘর্ষে মিশরে ৫০ জন আহত


কায়রোতে প্রতিবাদকারী কপ্টিক খ্রীষ্টানরা রাস্তায় াবরোধ সৃষ্টি করেছে।
কায়রোতে প্রতিবাদকারী কপ্টিক খ্রীষ্টানরা রাস্তায় াবরোধ সৃষ্টি করেছে।

মিশরের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন যে কায়রোতে মুসলমান ও খ্রীষ্টান প্রতিবাদকারীদের মধ্যে এক সংঘাতে পঞ্চাশজনের ও বেশি লোক আহত হয়েছেন।

কায়রোর মধ্যাঞ্চলে রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের বাইরে অবস্থান ধর্মঘটরত কপ্টিক খ্রীষ্টানদের একটি দলের ওপর আরেকটি দল আক্রমণ চালালে এই সহিংসতার সূচনা হয়।

প্রত্যক্ষদর্শিরা বলছেন যে রৌকজন পাথর নিক্ষেপ করে এবং যানবাহনে অগ্নিসংযোগ করে। জনতাকে ছত্রভং্গ কতে পুলিশ ও সেনাবাহিনী ফাকা গুলি ছোড়ে।

এই সর্বসাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতার এক সপ্তা আগেই মুসলমানরা কায়রোর ইমবাবা এলাকায় সংখ্যালঘু কপটিক খ্রীষ্টানদের ওপর হামলা চালিয়ে দুটি গীর্জায় অগ্নিসংযোগ করে এবং এত ১৫ জন প্রাণ হারায়।

মিশরের আট কোটি জনসংখ্যার প্রায় এক দশমাংশ হচ্ছে খ্রীষ্টান । এ বছরের গোড়ার দিকে দীর্ঘ দিনের প্রেসিডেন্ট হোসনে মুবারককে ক্ষমতাচ্যুত করতে , তারা মুসলমানদের সঙ্গে যোগ দেন কিন্তু এর পর আবার সাম্প্রদায়িক সংঘাত তীব্র হয়ে ওঠে।

XS
SM
MD
LG