অ্যাকসেসিবিলিটি লিংক

পররাষ্ট্র মন্ত্রী হিলারী ক্লিন্টন, মিশরে ফিল্ড মার্শাল মোহাম্মদ তানতাউইর সঙ্গে সাক্ষাত করেন


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হিলারী ক্লিন্টন, মিশরে নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির সঙ্গে বৈঠকের একদিন পর, রবিবার কায়রোয় মিশরের শীর্ষ সামরিক কমাণ্ডার ফিল্ড মার্শাল মোহাম্মদ তানতাউইর সঙ্গে সাক্ষাত করেন ।

হিলারী ক্লিন্টন ও ফিল্ড মার্শাল তানতাউই যিনি প্রেসিডেন্ট হোসনী মুবারককে ক্ষমতাচ্যুত করার পর, দেশের অন্তর্বতীকালীন নেতা ছিলেন, তারা উত্তর আফ্রিকার এই দেশটির রাজনৈতিক উত্তরণ, সকল মিশরীয়র অধিকার রক্ষা, ও আঞ্চলিক স্থিতিসহ, ব্যাপক বিষয়ে আলোচনা করেন ।

ক্লিন্টন মিশরের খৃষ্টান এবং মহিলা নেতৃবর্গের সঙ্গে পৃথকভাবে বৈঠক করছেন । তিনি বলেন, যুক্তরাষ্ট্র মিশরে একটি শক্তিশালী ও স্থায়ী গনতন্ত্রে বিশ্বাসী, যেখানে থাকবে আইনের শাসন ও সকলের অধিকার রক্ষা করা হবে’ । তিনি আলেকজান্দ্রিয়ায় যুক্তরাষ্ট্র কনস্যুলেটে যাবেন এবং তারপর ইস্রায়েল রওয়ানা হবেন ।

শনিবার তিনি মিশরের রাজনৈতিক উত্তরণের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা ব্যক্ত করে বলেন, যুক্তরাষ্ট্র সাহায্য করতে চায়, তবে তার কথায় ‘উত্তরণ পর্ব কি ভাবে কার্যকর হবে, তা হবে মিশরের জনগনেরই সিদ্ধান্ত’ ।

XS
SM
MD
LG