অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে উত্তর প্রদেশের বিধান সভা নির্বাচন ক্ষমতাসীন কংগ্রেসের জন্যে এক অগ্নি পরিক্ষা ।


ভারতে উত্তর প্রদেশের বিধান সভা নির্বাচন ক্ষমতাসীন কংগ্রেসের জন্যে এক অগ্নি পরিক্ষা ।
ভারতে উত্তর প্রদেশের বিধান সভা নির্বাচন ক্ষমতাসীন কংগ্রেসের জন্যে এক অগ্নি পরিক্ষা ।

ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা অধ্যুষিত রাজ্য উত্তর প্রদেশে সাত পর্বের মাসব্যাপি নির্বাচনের ভোট শুরূ হ’লো । লক্ষ লক্ষ লোক এ নির্বাচনে অংশ নিচ্ছেন । এ নির্বাচনে মুখোমুখি হচ্ছেন প্রচন্ড শক্তিধর এক দলিত্ নেত্রি – ক্ষমতাসীন কংগ্রেস দলের বিপরিতে । এ নির্বাচনের ফলাফল যাই দাঁড়াবে সারা দেশের রাজনীতিতে তার প্রভাব পড়বে সন্দেহ নেই তাতে । বিশ্লেষকেরা বলছেন – ক্ষমতাসীন কংগ্রেস পার্টীর জন্যে এ এক অগ্নিপরিক্ষা – বিগত ক’ বছর যাবত যারা কিনা দূর্নীতি কেলেংকারি – সমর্থন খোয়ানোর ঝামেলায় নাজেহাল হয়ে রয়েছে ।

উত্তর প্রদেশে কংগ্রেসের তরফে নির্বাচনী প্রচারনার পুরোধা ছিলেন গাঁধি পরিবারের মশাল বরদার রাহূল গাঁধি – ২ হাজার ১৪ সালের জাতিয় নির্বাচনের আগে উত্তর প্রদেশের এই বিধান সভা নির্বাচনকে কংগ্রেস খুবই গুরুত্ব দিচ্ছে , স্বাভাবিক কারনেই ।

উত্তর প্রদেশের মূখ্যমন্ত্রী মায়াওয়াতি প্রচারনা চালিয়েছেন তাঁর মূল যে ভিত্ , প্রধানত: সেই দলিত শ্রেনীর মানুষদের মাঝেই । পাঁচ বছরের মেয়াদে , বিভিন্ন জনকল্যান প্রকল্পের মধ্যে দিয়ে তিনি তাঁদের জীবনধারাকে উন্নততরো করেছেন – দাবী তাঁর । উত্তর প্রদেশের জনসংখ্যা ২০ কোটি । স্বতন্ত্র দেশ হলে ওটা হতো বিশ্বের পঞ্চম সবচেয়ে জনবহুল দেশ ।

XS
SM
MD
LG