অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচন কমিশন নিয়োগের ব্যাপারে আইন ও রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন - বিচারপতি রউফ ।


নির্বাচন কমিশন নিয়োগের ব্যাপারে আইন ও রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন - বিচারপতি রউফ ।
নির্বাচন কমিশন নিয়োগের ব্যাপারে আইন ও রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন - বিচারপতি রউফ ।

বাংলাদেশে নতুন নির্বাচন কমিশন গঠন বিষয়ে রাষ্ট্রপতিরসঙ্গে রাজনৈতিক সংলাপ হয়েছে এবং বিষয়টি নিয়ে আলোচনা-বিতর্ক-সমালোচনা লাগাতার চলছে । বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক প্রধান নির্বাচন কমিশধনারবিচারপতি এম এ রউফ মনে করেন নির্বাচন কমিশন নিয়োগ বিষয়ে আইনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন রয়েছে । বিচারপতি রউফ ভয়েসঅফ এ্যামেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক সাক্ষাত্কারে একথা বলেন ।

XS
SM
MD
LG