অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র-য়ুরোপ-বিশ্ব অর্থনীতি ও নির্বাচনের ওপর তার প্রভাব নিয়ে মন্তব্য অর্থনীতিবীদ হাসান ইমামের ।


যুক্তরাষ্ট্র-য়ুরোপ-বিশ্ব অর্থনীতি ও নির্বাচনের ওপর তার প্রভাব নিয়ে মন্তব্য অর্থনীতিবীদ হাসান ইমামের ।
যুক্তরাষ্ট্র-য়ুরোপ-বিশ্ব অর্থনীতি ও নির্বাচনের ওপর তার প্রভাব নিয়ে মন্তব্য অর্থনীতিবীদ হাসান ইমামের ।

যুক্তরাষ্ট্র অর্থনীতির অবস্থা এখন কেমন , য়ুরোপের-য়ুরোযোনের অর্থনীতি এবং য়ুরোপের সামগ্রীক ঋণ সংকট যুক্তরাষ্ট্র অর্থনীতিকে কতোখানি প্রভাবীত করছে এবং সেই সঙ্গে ২ হাজার বারো সালের যুক্তরাষ্ট্র নির্বাচনে অর্থনীতি বা বেকার হার কতোখানি ভুমিকা রাখছে , এসব নিয়ে আজ সাক্ষাত্কার পর্বে আলোচনা করছেন আজকের অতিথি বিশ্বব্যাঙ্কের সাবেক অর্থনীতিবীদ ডক্টর হাসান ইমাম । ডক্টর হাসান ইমাম বলেন – যুক্তরাষ্ট্রে এখন বেকার হার আট শতাংশেরসামান্য বেশি , নেমে এসেছে প্রায় দু’শতাংশ । প্রবৃদ্ধি হারও প্রায় দু’শতাংশ মাত্রায় এবং এ দুটাই জুন নাগাদ আরো ভালো হবে বলেআশা করা যায় । তাতে ডেমোক্র্যাটদের অবস্থান রেপাবলিকানদের তুলনায় ভালো হতেপারে বলে মনে করা হচ্ছে । বিশ্ব ব্যাঙ্কের সাবেক অর্থনীতিবীদ ডক্টর হাসান ইমামের সঙ্গে কথা বলেন ভয়েসঅফ এ্যামেরিকার স্টুডিও থেকে

XS
SM
MD
LG