অ্যাকসেসিবিলিটি লিংক

ঋণমাত্রা সংকট নিয়ে আলোচনায় পুরোদস্তুর সমঝোতা এখনো অসম্পুর্ণ


ঋণমাত্রা সংকট নিয়ে আলোচনায় পুরোদস্তুর সমঝোতা এখনো অসম্পুর্ণ
ঋণমাত্রা সংকট নিয়ে আলোচনায় পুরোদস্তুর সমঝোতা এখনো অসম্পুর্ণ

যুক্তরাষ্ট্রের ঋণ গ্রহণের সর্বোচ্চ পরিমান ১৪ লক্ষ তিরিশ হাজার কোটি ডলার এর সীমা বৃদ্ধির বিষয়টি নিয়ে উৎকন্ঠা ছিল , কেবল যে যুক্তরাষ্ট্রের মধ্যে তাই-ই নয় , যুক্তরাষ্ট্রের বাইরেও । সেই উৎকন্ঠার অবসান ঘটিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন গত রাতে তিনি ঘোষণা করেন যে কংগ্রেসের নের্তৃবৃন্দর সঙ্গে একটা সমঝোতা হয়েছে , যার ফলে যুক্তরাষ্ট্র আর ঋণ খেলাফি হবে না। বিশ্বের এই সব চেয়ে ধনী দেশ তার ঋণগ্রহণের ক্ষমতা বৃদ্ধি করতে পারবেনা সেটা ছিল প্রায় অকল্পনীয় ব্যাপার। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে কিছু কিছু বিষয়ে রিপাবলিকান ও ডেমক্র্যাটদের মধ্যে তীব্র দ্বিমত । আর এই দ্বিমতটা ঠিক ঋণ গ্রহণের পরিমাণ বৃদ্ধি সংক্রান্ত ছিল না ততটা , যতটা ছিল ব্যয় হ্রাস এবং কর বৃদ্ধি নিয়ে। ডেমক্র্যাটরা জোর দিচ্ছিলেন , দেশের উচ্চ বিত্তশালিদের কর বৃদ্ধির ব্যাপারে , যা অর্থনীতিতে ভারসাম্য আনতে পারে আর রিপাবলিকানরা বলছিলেন যে এই ভারসাম্য আনবার জন্যে কর বৃদ্ধি নয় , খরচ কমাতে হবে। তবে গতকাল প্রেসিডেন্ট বারাক ওবামার এই ঘোষণায় যখন একটি সমঝোতার কথা উঠে আসলো , তখনই বোঝা গেল যে সঙ্কট দূর হয়েছে। এই ঘোষণায় প্রেসিডেন্ট আরো জানান যে সমঝোতা অনুযায়ী আগামি দশ বছরে ব্যয় হ্রাস করা হবে এক লক্ষ কোটি ডলার এবং দ্বিদলীয় একটি প্যানেলের সুপারিশ মতো আরো দেড় লক্ষ কোটি ডলার কমানো হবে। আরেকটা কথা জরুরী । তিনি বলছেন যে এই ব্যয় সঙ্কোচন ঘটবে না মেডিকেয়ারের মতো সমাজ কল্যাণ মূলক খাতে।

XS
SM
MD
LG