অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে ২০১০ সাল মাওবাদী বিদ্রোহের সবচেয়ে রক্তাক্ত বছর


ভারতের CRPF জওয়ানরা একজন সহকর্মির লাশ বহন করছে রাজপুরে, ৩০ শে জুন ২০১০।
ভারতের CRPF জওয়ানরা একজন সহকর্মির লাশ বহন করছে রাজপুরে, ৩০ শে জুন ২০১০।

১৯৬৭ সালে শুরু হয়েছিলো ভারতবর্ষের নক্সালপন্থি আন্দোলন। অনেক রক্তপাতের পর ১৯৮০ ও ১৯৯০-এর দশকে তা অনেকটা কমে যায়।

কিন্তু এরপর তা আবার মাথা চাড়া দিয়েছে মাওবাদী আন্দোলন হিসেবে। গত চুয়াল্লিশ বছরে এই সন্ত্রাসবাদী ইতিহাসে সবচেয়ে রক্তাক্ত বছর গেলো এই ২০১০ সাল।

দুই তরফের সংঘর্ষে মাওবাদীদের তুলনায় পুলিশ ও সাধারন মানুষের প্রাণ গিয়েছে অনেক বেশি।

XS
SM
MD
LG