অ্যাকসেসিবিলিটি লিংক

অযোধ্যায় বিতর্কিত জমি নিয়ে কি করা উচিত? স্কুলের ছাত্রদের রায়


বাবরী মসজিদ, ১৯৯২
বাবরী মসজিদ, ১৯৯২

অযোধ্যায় ১৮ বছর আগে ঐতিহাসিক বাবরী মসজিদ ভাঙ্গা হয়েছিল। সেই থেকে চলছে বিতর্ক। এই জমি কার? রাম জন্মভূমি হিন্দু সম্প্রদায়ের পবিত্র স্থান, না কি মুসলমানের ঐতিহাসিক বাবরী মসজিদ?

কলকাতার এক স্কুলের ছাত্ররা চমত্কার সমাধান দিয়েছে। ক্লাসে এক নকল বিচার সভায় নিজেদের মধ্যে বিস্তর সওয়াল-জবাবের পর ছাত্রদের রায়, কোন ধর্মীয় গোষ্ঠিকেই এই জমি দেওয়ার প্রয়োজন নেই। তাদের প্রস্তাব – ‘এই জমিতে একটি হাসপাতাল তৈরী হোক’। কেউ চায় ব্লাড ব্যাংক । কারও প্রস্তাব অনাথ আশ্রম প্রতিষ্ঠা করা হোক। কেউ বা আবার বলেছে বৃদ্ধাশ্রম গড়বার কথা। সেই জমিতে কোনরকম ধর্মস্থান নির্মাণের কথাই বলেনি তারা। এইসব ছাজত্র ব্যক্তিগতভাবে এসেছে – হিন্দু, মুসলিম বা খৃষ্টান পরিবার থেকে।

তাদের রায় শুনে অভিভূত স্কুল কর্তৃপক্ষ। তারা বলেন, আজকের যুগের ছেলেমেয়েরা ধর্ম নিয়ে মাতানাতিতে বিশ্বাসী নয়। তারা সমস্ত মানুষের কল্যাণের কথা ভেবেই তাদের প্রস্তাব দিয়েছে। স্কুলের প্রিন্সিপ্যাল ফাদার আয়ারল্যাণ্ড বলেছেন – ‘মানুষ জন্মের সময় শুভবুদ্ধি ও সরল বিচার ক্ষমতা নিয়েই জন্মায়। বড়রাই স্বার্থ বুদ্ধির সংকীর্ণ গণ্ডীতে আটকে পড়ে’।

XS
SM
MD
LG