অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার দক্ষিণের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি


উত্তর কোরিয়ার দক্ষিণের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি
উত্তর কোরিয়ার দক্ষিণের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি

উত্তর কোরিয় সামরিক বাহিণী দক্ষিণ কোরিয়ার প্রতি সতর্কবাণী উচ্চারণ ক’রে বলে, আসন্ন দক্ষিণ কোরিয়ার গোলা গুলির মহড়া উত্তর কোরীয় জল সীমানার ভেতরে প্রবেশ করলে তারা তার প্রত্যুত্তর দেবে।

উত্তর কোরিয়ার সরকারী কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সী এক প্রচার ভাষ্যে পীত সাগরে বিতর্কিত সীমানার কাছে পাঁচটি দ্বীপের বাশিন্দাদের সোমবার সকাল ন’টার ভেতরে সেখান থেকে সরে যাবার জন্য বলে। পিয়ংইয়াং থেকে প্রচারিত একজন বেতার ভাষ্যকার বলেন, এই মহড়ার সময়ে উত্তর কোরীয় জলসীমার দিকে লক্ষ্য রাখা হবে। এক চুল পরিমান জলেও কেউ অনুপ্রবেশ করলে তৎক্ষনাৎ নির্মম প্রত্যুত্তর দেওয়া হবে।

সউলের আধা সরকারী বার্তা সংস্থা ইওনহাপ নিউজ এজেন্সী জয়েন্ট চিফস অব স্টাফের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, দক্ষিন কোরিয়া এবং যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সতর্কবানী সত্ত্বেও সোমবার সজীব গোলাবারুদ সহ সাবমেরিন বিদ্ধংসী মহড়া চালিয়ে যাবে।

XS
SM
MD
LG