অ্যাকসেসিবিলিটি লিংক

অস্কারে শ্রেষ্ঠ ছবি , দ্য আর্টিস্ট


অস্কারে শ্রেষ্ঠ ছবি , দ্য আর্টিস্ট
অস্কারে শ্রেষ্ঠ ছবি , দ্য আর্টিস্ট

সাদা কালো ছবি দ্য আর্টিস্ট গতকালকের ৮৪ তম অস্কার পুরস্কারে সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র এবং এর পরিচালক এবং প্রধান অভিনেতার জন্যে পুরস্কৃত হয়েছে।

ফরাসী অভিনেতা জ্যাঁ দুয়াঘদিন ঐ ছবিতে নির্বাক যুগের সংগ্রামি চিত্র তারকার ভূমিকায় অভিনয়ের জন্যে শ্রেষ্ঠতম অভিনেতার পুরস্কার পান এবং মিশেল হাজানাভিশাসকে সর্বশ্রেষ্ঠ চিত্র পরিচালক হিসেবে পুরস্কৃত করা হয়।

অভিনেত্রী মেরিল স্ট্রিপ এই নিয়ে তৃতীয়বার অস্কার পেলেন , এবার তিনি দ্য আইরন লেডি ছবিতে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের ভূমিকায় অভিনয়ের জন্যে শ্রেষ্ঠতম অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। অভিভুত অভিনেত্রী বলেন এটা অবিশ্বাস্য যে আমি এবার ও অস্কার পুরস্কার পেলাম।

সব চেয়ে বয়োজ্যেষ্ঠ অভিনেতা যিনি এ বছর অস্কার পেলেন তিনি হচ্ছে ক্রিস্টফার প্লামার। বিরাশি বছর বয়সী ক্রিস্টফার সর্বশ্রেষ্ঠ সহ অভিনেতার পুরস্কারটি পেলেন , দ্য বিগিনার্স ছবিতে একজন বিপত্নিক হিসেবে অভিনয়ের জন্যে যে কী না তার সমকামিতাকে মেনে নিচ্ছে।

সহ অভিনেত্রীর শ্রেষ্ঠ পুরস্কারটি পান অক্টেভিয়া স্পেন্সার দ্য হেল্প ছবিতে অভিনয়ের জন্যে ।

XS
SM
MD
LG