অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের ঋণ-সীমা বৃদ্ধি ও ব্যয় হ্রাস সম্পর্কে ডঃ সেলিম জাহানের বিশ্লেষণ


যুক্তরাষ্ট্রের ঋণ-সীমা বৃদ্ধি ও ব্যয় হ্রাস সম্পর্কে ডঃ সেলিম জাহানের বিশ্লেষণ
যুক্তরাষ্ট্রের ঋণ-সীমা বৃদ্ধি ও ব্যয় হ্রাস সম্পর্কে ডঃ সেলিম জাহানের বিশ্লেষণ

যুক্তরাষ্ট্রে ঋণ সীমা বৃদ্ধি এবং ব্যয় হ্রাসের ব্যাপারে কংগ্রেস নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট বারাক ওবামার সমঝোতার ভিত্তিতে এরই মধ্যে তা প্রতিনিধি পরিষদ এবং সেনেটে অনুমোদিত হয়েছে । এই পরিকল্পনা একদিকে যেমন বিশ্ব অর্থনীতির অঙ্গনে স্বস্তি এনেছে, তেমনি অভ্যন্তরীণভাবে এ নিয়ে কিছু বিতর্কও থেকে গেছে। নিউ ইয়র্কে অবস্থিত বিশিষ্ট অর্থনীতিবিদ ড সেলিম জাহান এ সম্পর্কে এক সাক্ষাৎকারে এই পরিকল্পনার অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাবের কথা বলেন। তিনি এই পরিকল্পনায় যেমন ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের অসন্তুষ্টির কথা উল্লেখ করেন, তেমনি এটি প্রেসিডেন্ট ওবামার দ্বিতীয় মেয়াদের জন্যে নির্বাচনে কি প্রভাব ফেলতে পারে, সে নিয়েও কথা বলেন। তিনি মনে করেন যে নির্বাচনের আগে এই ইস্যুটি পর্যায়ক্রমে উঠে আসতে পারে এবং প্রেসিডেন্ট ওবামা আবারও নির্বাচনী সঙ্কটে পড়তে পারেন। তবে তিনি এ কথা ও বলেন যে তাৎক্ষণিক ভা্বে এই পদক্ষেপ গ্রহণ করায় যুক্তরাষ্ট্র আর্থিক সংকট কাটিয়ে উঠেছে।

XS
SM
MD
LG