অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকার একজন ভাষা শিক্ষককে ইয়েমেনে গুলি করে হত্যা করা হযেছে।


নিরাপত্তা কর্মকর্তারা বলছেন যে তায়েজ শহরে আজ রোববার দু জন মোটর সাইকের আরোহীদের মধ্যে একজন গাড়িতে বসা ঐ শিক্ষকের উপর গুলি চালায়। বন্দুকধারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। কর্মকর্তারা বলছেন যে নিহত ব্যক্তিটি সুইডিশ ইনস্টিটিউট বলে পরিচিত ইয়েমেনের একটি ভাষা স্কুলের উপ পরিচালক ছিলেন।

এই হামলার দায় কেউ স্বীকার করেনি তবে স্থানীয় কর্মকর্তারা বলছেন যে ঘটনাটি মনে হচ্ছে আল ক্বায়দারই কাজ।

এই হত্যার তিন দিন আগে আরেকজন সুইস ভাষার শিক্ষয়িত্রী ইয়েমেনের বন্দরনগরী হোদাইদায় অপহরণ করা হয়। এটা স্পষ্ট নয় যে কে ঐ মহিলাকে অপহরণ করে এবং এর পেছনে অপাত দৃষ্টিতে কোন উদ্দেশ্য বোঝা যায়নি।

গত বছরের প্রতিবাদ বিক্ষোভে আলী আব্দুল্লাহ সালেহ পেসিডেন্ট পদ ত্যাগ করার সময় থেকে সে দেশে গোলযোগ চলছে । আল ক্বায়দা জঙ্গিরা পরিস্থিতির সুযোগ নিয়েছে এবং অনেকগুলো শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন।

রোববার আরেকটি ঘটনায় , ইয়েমেনের সেনাবাহিনী অাল ক্বায়দা নিযন্ত্রিত দুটি শহরে ইসলামি জঙ্গিদের উপর ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে।

XS
SM
MD
LG