অ্যাকসেসিবিলিটি লিংক

নতুন প্রজন্মকে সাংবিধানিক অধিকার সম্পর্কে সচতন করতে হবে: তানবির সিদ্দিকী


তরুণদের জন্য দ্য চেঞ্জ মেকার্সদের নাগরিক অধিকার বিষয়ক প্রকল্প
তরুণদের জন্য দ্য চেঞ্জ মেকার্সদের নাগরিক অধিকার বিষয়ক প্রকল্প

অ্যাডভোকেট তানবির সিদ্দিকী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের বিউরো অফ এড়ুকেশানাল এন্ড কালচারাল অ্যাফার্স থেকে অ্যালামনাই মেম্বার অফ দ্য মানথ এর সম্মান পেয়েছেন , বাংলাদেশে সিভিক এডুকেশান বা সদাচরণ শিক্ষা , মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্যে তিনি এই সম্মাননা পেয়েছেন। জনগণকে বিশেষত তরুণ সমাজকে রাজনৈতিক ভাবে সচেতন করে তোলা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষে তাঁর সংগঠন দ্য চেঞ্জ মেকার্স বিভিন্ন কার্যক্রম ও চালিয়ে যাচ্ছে।

ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে তানবির সিদ্দিকী বলেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আমন্ত্রণে গিয়ে তিনি যুক্তরাষ্ট্রে যে সব বিষয়ে শিখেছেন, দেখেছেন , সেগুলোর বেশ কিছু দিক তিনি বাংলাদেশে প্রয়োগ করেছেন। তিনি বলেন যে তাঁরা গতবারের প্রেসিডেন্ট নির্বাচনের সময়ে রোড টু ওয়াশিংটন নামের একটি প্রকল্প গ্রহণ করেন মূলত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সামনে রেখে। তারা বাংলাদেশের তরুণ সমাজকে তাঁরা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি সম্পর্কে পরিচিত করান। তিনি আরও বলছেন যে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে , তরুণ সমাজকে নিজের অধিকার সম্পর্কে নিজেদের সংবিধান সম্পর্কে আরও সচেতন করতে হবে।

XS
SM
MD
LG