অ্যাকসেসিবিলিটি লিংক

করাচিতে ভুমিদখলের প্রক্রিয়ায় জঙ্গিদের ব্যবহার করা হচ্ছে : মাসকাওয়াথ আহসান


পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন যে দক্ষিণের করাচিতে একজন প্রাদেশিক বিধায়কের হত্যার পর ব্যাপক আকারে দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং সেখানে অন্তত সরকারী হিসেব মতো ৪৫ জন প্রাণ হারিয়েছে। সোমবার সন্ধ্যায় মোটর সাইকেল আরোহীরা করাচির নাজিমাবাদ এলাকায় বিধায়ক রাজা হায়দার এবং তাঁর দেহরক্ষিকে গুলি করে হত্যা করে এবং তারপর এিই গোলযোগ ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে লন্ডন ভিত্তিক ওয়েবপত্রিকা e.bangladesh.org এর সম্পাদক এবং করাচী ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এর মিডিয়া ম্যানেজমেন্ট বিষয়ক শিক্ষক মাসকাওয়াথ আহসান জানান যে এই গোলযোগ মূলত কয়েক মাস আগে থেকেই ঘটে আসছিল প্রদেশের ক্ষমতাসীন জোটের শরিক দলগুলো। মাসকাওয়াথ মনে করেন যে সরকারের খাস জমি দখলের জন্যেই এই গোলোযোগ শুরু হয় এবং এর সঙ্গে জঙ্গিরা সম্পৃক্ত রয়েছে।

করাচিতে ভুমিদখলের প্রক্রিয়ায় জঙ্গিদের ব্যবহার করা হচ্ছে : মাসকাওয়াথ আহসান
করাচিতে ভুমিদখলের প্রক্রিয়ায় জঙ্গিদের ব্যবহার করা হচ্ছে : মাসকাওয়াথ আহসান

মাসকাওয়াথ আহসান কয়েকটি জঙ্গি সংগঠনের নাম উল্লেখ করে বলেন যে পাকিস্তানের মূল অর্থনৈতিক কেন্দ্র করাচিতে এই সহিংসতা চালিয়ে তারা মূলত পাকিস্তানকে একটি প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে চায়।

XS
SM
MD
LG