অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে আদালতে গোলযোগের আভিযোগে ১৩ জন আইনজীবির ওপর সামযিক নিষধাজ্ঞা


Students arrange themselves into the formation of a dove to commemorate the 68th anniversary of the atomic bombings of Japanese cities Hiroshima and Nagasaki, Chennai, India, August 8, 2013.
Students arrange themselves into the formation of a dove to commemorate the 68th anniversary of the atomic bombings of Japanese cities Hiroshima and Nagasaki, Chennai, India, August 8, 2013.

মুফতি ফজলুল হক আমিনীর বিরুদ্ধে মামলায় সংসদে বিরোধীদলীয় নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলাকে কেন্দ্র করে গত মঙ্গলবার হাইকোর্টে যে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়, এর জের ধরে গতকাল বুধবারও সুপ্রিম কোর্ট অঙ্গন উত্তপ্ত ছিল। সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। এর মধ্যেই বিএনপি সমর্থক আইনজীবীরা মিছিল ও সমাবেশ করেন।

মঙ্গলবার হাইকোর্ট বেঞ্চে আইনজীবীদের মধ্যে সংঘাতের জের ধরে ১৩ আইনজীবীর আইন পেশার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁদের সনদ কেন বাতিলের আদেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এ ছাড়া ১৪ আইনজীবীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে।

XS
SM
MD
LG