অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার বন্দুকের গুলিতে সীমান্তবর্তী তুরস্কে ৫ জন আহত


তুরস্কের কর্মকর্তারা বলছেন যে আজ সিরীয় সৈন্যরা সীমান্তের অপর পারে একটি শরনার্থি শিবিরের ওপর গুলি চালালে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। এর একদিন পরই জাতিসংঘের মধ্যস্থতায় অস্ত্র বিরতি কার্যকর হবার কথা।

সিরিয়ার সক্রিয়বাদীরা ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন যে দক্ষিণ পুর্বাঞ্চলের কিলিস এলাকায় একটি শরনার্থি শিবিরের কাছে ঐ হামলায় দু জন নিহত হয়েছেন। সিরিয়ার সীমান্ত সংলগ্ন তুরস্কের তিনটি প্রদেশে প্রায় ২৫ হাজার শরনার্থি বর্তমানে তাঁবুতে বসবাস করছে।

ব্রিটেন ভিত্তিক Syrian Observatory for Human Rights বলছে যে এই ঘটনার সুত্রপাত আজ সোমবার সকালে যখন সিরিয়ার সশস্ত্র বিরোধী গোষ্ঠি সীমান্তের একটি তল্লাশি চৌকিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়। সক্রিয় কর্মিরা বলছে সিরীয় বিদ্রোহী যোদ্ধারা ছ জন সিরীয় সৈন্যকে হত্যা করেছে।

XS
SM
MD
LG