অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের পর্যবেক্ষকরা এখন সিরিয়ায়


জাতিসংঘের ছ জন পর্যবেক্ষকের একটি অগ্রবর্তী দল , সিরিয়ায় প্রায় ভঙ্গুর অস্ত্র বিরতির ওপর নজরদারি করবে আর অন্যদিকে সক্রিয়বাদীরা বলছে যে সরকারী সৈন্যরা বিরোধীদের শক্ত ঘাটিঁ হমস এ বিদ্রোহীদের এলাকায় গোলা বর্ষণ অব্যাহত রেখেছে।

ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউমান রাইটস সোমবার বলে যে নিরাপত্তা বাহিনী , মধ্যাঞ্চলের হামা শহরেও দু জনকে গুলি করে হত্যা করেছে। মরক্কোর কর্নেল আহমেদ হিমিশের দামেস্ক পৌছুনোর কয়েক ঘন্টা পরেও সংঘর্ষ অব্যাহতত থাকে।

আন্তর্জাতিক দূত কোফি আনানের মুখপাত্র আহমেদ ফৌজি বলেছেন যে সেখানে অপারেটিং হেডকোয়ার্টাস স্থাপন করা হবে এবং এখন সিরীয় সরকার ও বিরোধী শক্তিগুলোর সঙ্গেও এরা যোগাযোগ করবেন যাতে করে উভয় পক্ষই জাতিসংঘের পর্যবেক্ষকদের ভুমিকা পুরোপুরি বুঝতে পারে। জাতিসংঘের মহাসচিব বান কী মুন আজ বলেছেন যে অস্ত্র বিরতির নজরদারির জন্যে জাতিসংঘের পর্যবেক্ষকদের পূর্ণ স্বাধীনতা দেয়ার দায়িত্ব হচ্ছে সিরিীয় সরকারের।

XS
SM
MD
LG