অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মিশরের কর্মকর্তাদের সঙ্গে, প্রেসিডেন্ট মোবারকের অনতিবিলম্বে পদত্যাগের বিষয়ে আলোচনা করছেন


যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মিশরের কর্মকর্তাদের সঙ্গে, প্রেসিডেন্ট মোবারকের অনতিবিলম্বে পদত্যাগের বিষয়ে আলোচনা করছেন
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মিশরের কর্মকর্তাদের সঙ্গে, প্রেসিডেন্ট মোবারকের অনতিবিলম্বে পদত্যাগের বিষয়ে আলোচনা করছেন

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, মিশরের প্রেসিডেন্ট হোসনে মোবারককে অনতিবিলম্বে পদত্যাগ করতে এবং মিশরের সেনাবাহিনীর সমর্থনে ভাইস প্রেসিডেন্ট ওমার সুলাইমানের নেতৃত্বে একটি অর্ন্তবর্তীকালিন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার একটি প্রস্তাব নিয়ে তারা মিশরের কর্মকর্তাদের সংগে আলোচনা করছেন।

পররাষ্ট্র দফতরের একজন উর্দ্ধতন কর্মকর্তা বলেছেন সক্রিয় এক আলোচনায় এমনটি বলা হচ্ছে যে, মি মোবারক ক্ষমতা থেকে নেমে দাঁড়াবেন এবং দক্ষিনের শেষপ্রান্তে লোহিত সাগর তীরে সাইনাই উপদ্বীপে শার্ম আল শেইখে বাস করবেন।

মি মোবারক সম্প্রতি বলেছিলেন তিনি নির্বাসনে যাবেন না এবং মিশরের মাটিতেই তিনি তার মৃত্যু চান।

নাম না প্রকাশের শর্তে একজন কর্মকর্তা বলেছেন, এই প্রস্তাবে , অর্ন্তবর্তীকালিন সরকারে ব্যাপক ভিত্তিক বিরোধী দলগুলো থেকে সদস্যদের আমন্ত্রন করার আহ্বান জানান হয়েছে। বিরোধী দলগুলোর মধ্যে নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুড আছে । প্রস্তাবে বলা হয়েছে, সেপটেমবর মাসে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের জন্যে সেদেশের নির্বাচন প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেবে অর্ন্তবর্তীকালিন সরকার।

আজ এ্যামেরিকার এবিসি টেলিভিশনে যুক্তরাষ্ট্রের র্শীষ সামরিক কর্মকর্তা এ্যাডমিরাল মাইক মুলেন, মিশরকে যুক্তরাষট্রের দেওয়া একশো ৩০ কোটি ডলার বাত্সরিক সাহায্য বন্ধের বিরুদ্ধে সতর্কতা উচ্চারন করেছেন। মিশরে ক্ষমতা হস্তান্তর শীঘ্র না করা হলে এই সাহায্য বন্ধ করার জন্যে যুক্তরাষ্ট্রের কোন কোন আইনপ্রনেতা আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সিনেট বৃহসপতিবার দিনের শেষ দিকে, প্রেসিডেন্ট মুবারককে অনতি বিলম্বে শান্তিপুর্নভাবে গনতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে। এই প্রস্তাবে মিশরের সেনাবাহিনীকেও সর্ব্বচ্যমাত্রায় তাদের পেশাদারিত্ব এবং সংযম প্রদর্শনের জন্যে অনুরোধ জানান হয়েছে।

XS
SM
MD
LG