অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে বাংলাদেশের সৈন্য পাঠানোকে সমর্থন করেন বিশিষ্ট বিশ্লেষক শহীদুজ্জামান


আফগানিস্তানে বাংলাদেশের সৈন্য পাঠানোকে সমর্থন করেন বিশিষ্ট বিশ্লেষক শহীদুজ্জামান
আফগানিস্তানে বাংলাদেশের সৈন্য পাঠানোকে সমর্থন করেন বিশিষ্ট বিশ্লেষক শহীদুজ্জামান

সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপদেষ্টা পরিষদের এক বৈঠকে জানিয়েছেন যে বাংলাদেশ আফগানিস্তানে কোন সৈন্য পাঠাচ্ছে না। তিনি বলেন যে যুক্তরাষ্ট্র সৈন্য পাঠানোর কোন আনুষ্ঠানিক প্রস্তাব বাংলাদেশকে দেয়নি। এর আগে সে দেশের পররাষ্ট্র মন্ত্রী ডা দীপু মণি বলেছিলেন যে আফগানিস্তান ও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি রিচার্ড হোলব্রুক এ ব্যাপারে বাংলাদেশের সহযোগিতা চেয়েছেন।এ নিয়ে উদ্ভূত বিতর্ক প্রসঙ্গে বিশিষ্ট কুটনীতি-বিশেষজ্ঞ , ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শহীদুজ্জামান বলেন যে বাংলাদেশের উচিৎ হবে আফগানিস্তানে সৈন্য পাঠনো। তিনি বলেন যে সৈন্য পাঠনোর অর্থ যুদ্ধ করা নয় , এমন কী বাংলাদেশি কম্ব্যাট সৈন্যরা শান্তি প্রতিষ্ঠা এবং শান্তি রক্ষার ক্ষেত্রে ও বিশ্বের বিভিন্ন দেশে সদর্থক ভুমিকা রাখছে।

অধ্যাপক শহীদুজ্জামান বলেন যে মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে বাংলাদেশ, আফগানিস্তানে সৈন্য পাঠিয়ে কার্যত আফগানিস্তানের বৈধ নির্বাচিত সরকারকেই সাহায্য করবে। তিনি আরো বলেন যে তালিবানদের মধ্যে যারা নরমপন্থি তাদের সঙ্গে আফগান সরকারের সেতুবন্ধনের ও একটা ব্যবস্থা করতে পারে বাংলাদেশ। তিনি বলেন যে সার্ক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ , আফগানিস্তানে সৈন্য পাঠিয়ে আরো বলিষ্ঠ ভুমিকা পালন করতে পারে।

অধ্যাপক শহীদুজ্জামানের সঙ্গে পুর্ণ সাক্ষাতকার শুনুন ইংরেজিতে

XS
SM
MD
LG