অ্যাকসেসিবিলিটি লিংক

রবীন্দ্রাথের প্রাসঙ্গিকতা প্রসঙ্গে অধ্যাপক আনিসুজ্জামান


রবীন্দ্রনাথের সার্ধশতবার্ষিকী সম্পন্ন হলো এ বছর পচিশে বৈশাখ । ১৫১ বছর খুব কম সময় নয় বিশেষ করে যখন লক্ষ করি যে রবীন্দ্রনাথ লেখা শুরু করেছেন , খুব অল্প বয়স থেকে । এই দীর্ঘ সময়ে রবীন্দ্রনাথ যে এখন ও জনপ্রিয় , এর কারণ বিশ্লেষণ করতে গিয়ে বিশিষ্ট নিবন্ধকার , গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসার এমিরেটাস আনিসুজ্জামান বলেন যে রবীন্দ্রনাথের লেখার যে বৈচিত্র এবং সেই বৈচিত্রের মধ্যে দিয়ে যে মানব মনের নানান অনুভূতি যে তিনি ব্যক্ত করেছেন ,সেটাই সব চেয়ে বেশি আকর্ষণ করে তার পাঠক পাঠিকাদের ।

অধ্যাপক আনিসুজ্জামান বলেন যে রবীন্দ্রনাথ যে সব সমস্যা নিয়ে আলোচনা করেছেন , সামাজিক , রাজনৈতিক , পল্লী পুনর্গঠন , শিক্ষা ইত্যাদি এবং যেসব কথা তিনি বলেছেন সেগুলো এখন ও আমাদের জন্যে প্রাসঙ্গিক । কারণ সমস্যাগুলি শেষ হয়ে যায়নি এবং রবীন্দ্রনাথ যে সমাধান দিয়েছেন , সেগুলো ও অচল হয়ে যায়নি। তিনি রবীন্দ্রনাথের বৈশ্বিক প্রতিভার প্রসঙ্গটিও উল্লেখ করেন এবং বলেন যে কালের বিবর্তনে রবীন্দ্রনাথ তেমনি টিকে থাকবেন, যেমন টিকে আছেন অন্যান্য কালোত্তীর্ণ ও ধ্রুপদী সাহিতিকরা।

XS
SM
MD
LG