অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান শান্তি পরিষদ সদস্য নিহত


আফগান কর্মকর্তারা বলছেন যে বন্দুকধারীরা আফগান শান্তি পরিষদের নেতাকে গুলি করে হত্রা করেছে। এই ঘটনায় শান্তি আলোচনা নতুন এক ধাক্কা খেল।

কর্তৃপক্ষ বলছে যে আজ সকালে কাবুলে যখন আরসালা রাহমানি কাজে যাচ্ছিলেন তখন একটি গাড়িতে অজানা এক বন্দুকধারী তার ওপর গুলি চালায়।

রাহমানি একজন সাবেক তালিবান কর্মকর্তা যিনি প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের তৈরি আফগান শান্তি পরিষদের একজন শীর্ষ সদস্যপদ লাভ করেন। আফগানিস্তানে তালিবান শাসনামলে রাহমানি ছিলেন উচ্চ শিক্ষা বিষয়ক উপমন্ত্রী।

রোববারের ঐ আক্রমণে দায় তালিবান অস্বীকার করছে।

যুক্তরাষ্ট্রের নের্তৃত্বাধীন আফগানিস্তানে International Security Assistance Force বা ISAF আজ বলেছে যে রাহমানী বিদ্রোহী আন্দোলন পরিত্যাগ করে তার দেশের জন্যে ইতিবাচক অবদান রাখতে চান। তাদের বিবৃতিতে বলা হয়েছে যে ঐ আক্রমণ হচ্ছে এ ব্যাপারে স্পষ্ট প্রমাণ যে যারা আফগানিস্তানের বৈধ সরকারের বিরোধীতা করে , তাদের কোন পর্যায়ে শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন জানানোর ব্যাপারে কোন আগ্রহই নেই।

XS
SM
MD
LG