অ্যাকসেসিবিলিটি লিংক

ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে আশাবাদী মোস্তাফা জাব্বার


কম্পিউটারে বাংলা ব্যবহারের সফটওয়্যার এবং বাংলা ফন্ট ব্যবহারের সূচনা করেছিলেন যে ব্যক্তি তিনি হচ্ছেন মুস্তফা জাব্বার ।কেবল বাংলাদেশের ভেতরে নয় , বিশ্বের অন্যত্র ও তার এই উদ্যোগ প্রশংসিত হয়েছে। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সঙ্গে যুক্ত আছেন। ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই কর্মসূচির সাফল্য এবং এর বাস্তবায়নের প্রতিবন্ধকতা সম্পর্কে যেমন কথা বলেছেন , তেমনি কথা বলেছেন তার প্রথম দিককার উদ্যোগ নিয়েও । মুস্তফা জাব্বার বলেন যে তিনি সাংবাদিক হিসেবে পত্রিকা প্রকাশনার যুক্ত ছিলেন এবং সেই কারণে উন্নত প্রযুক্তি সন্ধান করছিলেন। তিনি বলেন যে প্রকাশনার যন্ত্র হিসেবেই কম্পিউটারকে ব্যবহার করতে গিয়ে এই বাংলা সফটওয়েরারের বিষয়টি সূচনা হয়। সেই থেকে হঠাৎ করেই যে চারপাশে কম্পিউটারের বিপ্লব ঘটলো বাংলাদেশে।

ডিজিটাল বাংলাদেশ গঠনে তাদের সাফল্যের কথা বলতে গিয়ে মোস্তফা জাব্বার বলেন যে গত সাড়ে তিন বছরের ভেতরে নীতি এবং অবকাঠামোগত বিষয়গুলোর ওপর নজর দেওয়া হয়েছে , আইসিটি পলিসি গঠন করা হয়েছে , তৃণমুল পর্যায়ে তথ্য প্রযুক্তি ও পরিষেবার প্রসার ঘটানো হয়েছে। তবে স্বল্পমূল্যে কম্পিউটার সরবরাহের ক্ষেত্রে কিছু কিছু প্রতিবন্ধকতার কথাও উল্লেখ করেছেন মোস্তফা জাব্বার , তাঁর এই সাক্ষাৎকারে।

XS
SM
MD
LG