অ্যাকসেসিবিলিটি লিংক

হেরাতে তালিবানরা ইটালির কর্মিদের আবাস স্থলে আক্রমণ চালিয়েছে


হেরাতে ইটালিয়ান কর্মিদেরে আবাস প্রাঙ্গনে আক্রমণ পরবর্তী দৃশ্য
হেরাতে ইটালিয়ান কর্মিদেরে আবাস প্রাঙ্গনে আক্রমণ পরবর্তী দৃশ্য

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের কর্মকর্তারা বলছেন হেরাত শহরে দুটি আত্মঘাতী আক্রমণে চার জন নিহত এবং ২০ জনের ও বেশি আহত হয়েছে।

কর্তৃপক্ষ বলছে যে তালিবান স্বীকৃত ঐ সব আক্রমণ , ইটালির নির্মাণ প্রকৌশলীদের ভবন এলাকা এবং শহরের একটি ব্যস্ত অঞ্চলে আঘাত হেনেছে। সেখানে সামরিক ও অসামরিক কর্মিরা বসবাস করেন যারা আফগান সরকারকে ঐ প্রদেশে তাদের নিজেদের সক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে।

জুলাই মাসে যে সাতটি জায়গা বিদেশি নিরাপত্তা নিয়ন্ত্রণ থেকে আফগান নিয়ন্ত্রণে চলে আসার কথা হেরাত হচ্ছে সেই সব এলাকাদের একটি।

আজ এক বিবৃতিতে আন্তর্জাতিক জোট হেলমান্দ প্রদেশের নাওজাদ জেলায় গতকাল নয় জন আফগান অসামরিক লোকের মৃত্যুর জন্যে ক্ষমা প্রার্থনা করেছে।

আফগান কর্তৃপক্ষ বলছে যে শনিবার রাতে বিমান আক্রমণে দুটি বাড়ির ওপর আঘাত হানলে দু জন নারী ও বারো জন শিশুসহ মোট ১৪ জন প্রাণ হারায় । তারা বলছে যে আরো ছ জন অসামরিক লোক আহত হয়।

আফগানিস্তানের দক্ষিনাঞ্চলে , আফগান জাতীয় সেনাবাহিনীর পোশাক পরা একজন লোক আজ নেটোর একজন সদস্যকে গুলি করে হত্যা করেছে।

XS
SM
MD
LG