অ্যাকসেসিবিলিটি লিংক

নতুন কোন সন্ত্রাসী আক্রমণে বিরুদ্ধে ভারত পাকিস্তানকে হুশিয়ার করে দিয়েছে


নতুন কোন সন্ত্রাসী আক্রমণে বিরুদ্ধে ভারত পাকিস্তানকে হুশিয়ার করে দিয়েছে
নতুন কোন সন্ত্রাসী আক্রমণে বিরুদ্ধে ভারত পাকিস্তানকে হুশিয়ার করে দিয়েছে

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন যে পাকিস্তান কেন্দ্রিক জঙ্গিরা , যদি মুম্বাই হামলার মতো আক্রমণ চালায় তা হলে ভারত পাল্টা ব্যবস্থা নেবে।

সিঙ্গাপুর এক প্রতিরক্ষা সম্মেলনে আজ শনিবার মি পাল্লাম রাজু বলেন যে ভারত যদি আবার আক্রান্ত হয় তবে তার পক্ষে তেমন ভাবে সংযত থাকা কঠিন, যেমনটি ২০০৮ সালের মুম্বাই আক্রমণের পর সে ছিল । ঐ আক্রমণে ১৬০ জন প্রাণ হারায়।

ভারত অনেক দিন ধরেই সন্দেহ করে আসছে যে মুম্বাই আক্রমণের পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হাত ছিল। তবে পাকিস্তান সরকার এই অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিকে শিকাগোতে এক বিচার চলাকালে একজন পাকিস্তানি আমেরিকান সম্প্রতি স্বীকার করেছে যে সে মুম্বাইয়ের ঐ সব জায়গা খুতিয়ে দেখেছে এবং পাকিস্তানের জঙ্গি গোষ্ঠি লশকর এ তৈয়বার কাছ থেকে প্রশিক্ষণ ও অস্ত্র শস্ত্র গ্রহণ করেছে। ডেভিড হেডলি বলছে যে লাশকার এর সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর যোগ সাজ< রয়েছে।

XS
SM
MD
LG