অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়েমেনের আহত প্রেসিডেন্ট দেশেই আছেন


ইয়েমেনের আহত প্রেসিডেন্ট দেশেই আছেন
ইয়েমেনের আহত প্রেসিডেন্ট দেশেই আছেন

ইয়েমেন সরকার এই খবরের সত্যতা অস্বীকার করছে যে সেখানকার উচ্চ পদস্থ যে কয়েকজন কর্মকর্তাকে চিকিৎসার জন্যে সৌদি আরবে পাঠানা হয়েছে তাদের মধ্যে প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ ও রয়েছেন। শুক্রবার প্রেসিডেন্ট ভবনে রকেট অক্রমণে এরা আহত হন।

ইয়েমেনের উপ তথ্যমন্ত্রী আবু জানাদি এই খবর অস্বীকারে করে বলছেন যে প্রেসিডেন্ট সালেহ এখনও সানাতেই রয়েছেন। তবে অন্যা্ন্য কর্মকর্তাদের সৌদি আরবে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার এক সরকারি কর্মকর্তা বলেছেন রাজধানী সানায় এক সামরিক হাসপাতালে মি সালেহ চিকিৎসাধীন আছেন। অবশ্য রাষ্ট্র পরিচালিত বার্তা মাধ্যমের খবরে বলা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী এবং অন্তত অন্যান্য চার জন উচ্চ পদস্থ কর্মকর্তা প্রতিবেশি দেশে চিকিৎসার জন্য গেছেন।

ইতিমধ্যে শনিবার সানায় সংঘর্ষ অব্যাহত আছে। সেখানে প্রেসিডেন্টের অনুগত বাহিনী, সরকার বিরোধী নেতাদের বাড়িতে গোলাবর্ষন করছে।যে সব স্থানকে লক্ষ্যস্থল করা হয় তার মধ্যে রয়েছে মতবিরোধী উপজাতীয় নেতা শেখ সাদিক আল আহমারের ঘাটি। মি সালেহ বলেন, মি আল আহমার দুর্বৃত্ত দলের নেতা যারা শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদে আক্রমন চালায়।

XS
SM
MD
LG