অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন আক্রমণে ১৮ জন নিহত


পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন আক্রমণে ১৮ জন নিহত
পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ড্রোন আক্রমণে ১৮ জন নিহত

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন যে যুক্তরাষ্ট্রের ড্রোন নিক্ষিপ্ত তিনটি ক্ষেপনাস্ত্রের আঘাতে কমপক্ষে ১৮ জন জঙ্গি নিহত হয়েছে।

কর্তৃপক্ষ বলছে যে আজ সব কয়টি হামলা চালানো হয় দক্ষিণ ওয়াজিরিস্তানে । কর্মকর্তারা বলছেন যে প্রধান শহর ওয়ানায় ক্ষেপনাস্ত্রগুলি একটি ভবন প্রাঙ্গনে , মাদ্রাসায় এবং একটি গাড়ির ওপর আঘাত হানে।

শুক্রবার , উপজাতীয় এলাকায় ড্রোন আক্রমণের , আল ক্বায়দার একজন সক্রিয় কর্মি ইলিয়াস কাশ্মিরি নিহত হবার পর এই আক্রমণ শুরু হলো।

পাকিস্তানের অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর ঝটিকা অভিযানে আল ক্বায়দা নেতা নিহত হবার পর , যুক্তরাষ্ট্র সেখানে আক্রমণ বাড়িয়ে তুলেছে।

পাকিস্তানের ভেতরে ড্রোন আক্রমণের কথা যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা কখনই প্রকাশ্যে স্বীকার করেননি তবে তারা নতুন কোন কোন জায়গায় এ ধরণের আক্রমণের সত্যতা স্বীকার করে বলেছেন ।

পাকিস্তানি নেতারা এই আক্রমণকে সে দেশের সার্বভৌমত্ব লংঘন হিসেবে দেখছে তবে মনে করা হচ্ছে যে পাকিস্তানের গোয়েন্দা বাহিনীই , এই সব আক্রমণের জন্যে যুক্তরাষ্ট্রকে তথ্য সরবরাহ করছে।

XS
SM
MD
LG