অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তান ও পাকিস্তানের শান্তি কমিশনের বৈঠক অনুষ্ঠিত


আফগানিস্তান ও পাকিস্তানের শান্তি কমিশনের বৈঠক অনুষ্ঠিত
আফগানিস্তান ও পাকিস্তানের শান্তি কমিশনের বৈঠক অনুষ্ঠিত

আফগানিস্তান ও পাকিস্তান আজ শনিবার একটি যৌথ শান্তি কমিশনের বৈঠকে ঐ সহিংসতায় বিক্ষুব্ধ অঞ্চলে শান্তি আনার উপায় নিয়ে আলাপ আলোচনা করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই , ইসলামাবাদে ঐ বৈঠকে দু দেশের মধ্যে সম্পর্ক দৃঢ় করার সঙ্কল্প প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের বিদায়ী সি আই এ প্রধান লিওন পানেটা, যার পরবর্তী প্রতিরক্ষা মন্ত্রী হবার কথা , তিনি বর্তমানে এক অঘোষিত সফরে পাকিস্তানে রয়েছেন তবে এটা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি যে তিনি শনিবারের বৈঠকে যোগ দিয়েছেন কি না।

মি কারজাই শুক্রবারে পাকিস্তানে পৌছে , পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে বৈঠক করেছেন এবং উভয় প্রেসিডেন্ট আলোচনা পর সংবাদদাতাদের বলেছেন যে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক সৃদঢ় রয়েছে এবং উভয় দেশই শান্তি ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য পোষণ করে।

পাকিস্তানের অ্যাবটাবাদে গত দোসরা মে, যুক্তরাষ্ট্রের অভিযানে ওসামা বিন লাদেনের মৃত্যুর পর প্রেসিডেন্ট কারজাইয়ের এই প্রথম পাকিস্তান সফর।

.

XS
SM
MD
LG