অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তান ও আফগানিস্তান সম্পর্কে মাসকাওয়াথ আহসানের বিশ্লেষণ


পাকিস্তান ও আফগানিস্তান সম্পর্কে মাসকাওয়াথ আহসানের বিশ্লেষণ
পাকিস্তান ও আফগানিস্তান সম্পর্কে মাসকাওয়াথ আহসানের বিশ্লেষণ

আফগানিস্তান ও পাকিস্তান শনিবার একটি যৌথ শান্তি কমিশনের বৈঠকে, সহিংসতায় বিক্ষুব্ধ ওই অঞ্চলে শান্তি আনার উপায় নিয়ে আলাপ আলোচনা করেছে। আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই এখন পাকিস্তান সফর করছেন।

মাসকাওয়াত আহসান পাকিস্তানের করাচীতে ইনস্টিটিউট ওফ বিসনেস ম্যানেজমেন্টে, মিডিয়া ম্যানেজমেন্ট বিভাগে শিক্ষাকতা করেন।

ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে, মাসকাওয়াত আহসান, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের পাকিস্তান সফর, যুক্তরাষ্ট্রের বিদায়ী সি আই এ প্রধান লিওন পানেটার পাকিস্তানে অঘোষিত সফর, আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক ইত্যাদি বিষয়ে মন্তব্য করেন।

মাসকাওয়াত আহসান বলেন এই সময় প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং বিদায়ী সি আই এ প্রধান লিওন পানেটার পাকিস্তান সফর খুবই সময় উপযোগী হয়েছে।

XS
SM
MD
LG