অ্যাকসেসিবিলিটি লিংক

মৌলবাদি আঞ্চলিক পরাশক্তি হবার উচ্চাকাঙ্খা পাকিস্তানকে ত্যাগ করতে হবে : ড সাঈদ আহমেদ


মৌলবাদি আঞ্চলিক পরাশক্তি হবার উচ্চাকাঙ্খা পাকিস্তানকে ত্যাগ করতে হবে : ড সাঈদ আহমেদ
মৌলবাদি আঞ্চলিক পরাশক্তি হবার উচ্চাকাঙ্খা পাকিস্তানকে ত্যাগ করতে হবে : ড সাঈদ আহমেদ

পাকিস্তানে উগ্রপন্থিদের সন্ত্রাসী আক্রমণ প্রায় প্রতিদিনকার ঘটনা হয়ে দাড়িয়েছে। যেমনটি হয়ত বিশ্ব সংবাদেই শুনেছেন যে আজ খোদ পাকিস্তানের রাজধানীতে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ অথচ সে দেশে সন্ত্রাসী ঘটনা , নিয়মিত ব্যাপার হয়ে দাড়িয়েছে । এর কারণ অনুসন্ধানে নর্থান অ্যারিজোনা ইউনিভার্সিটির রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক ও বিশিষ্ট বিশ্লেষক ড সাঈদ ইফতিখার আহমেদ ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বলেছেন যে পাকিস্তান সেই জিয়াউল হকের সময় থেকে ঐ অঞ্চলে এক মৌলবাদি পরাশক্তি হবার উচ্চাকাঙ্খা পোষণ করে আসছে।

ড আহমেদ বলেন যে পাকিস্তান অভ্যন্তরীণ ভাবে উগ্রপন্থি রাজনীতকদের লালন করেছে এবং পরে বাংলাদেশ, আফগানিস্তান ও ভারতে তা রপ্তানি করার চেষ্টাও করেছে। তিনি আরো বলেন যে পাকিস্তানের উগ্রপন্থিরা আই এস আই ‘এর মদদপুষ্ট হয়ে চেষ্টা করেছে আফগানিস্তানে পাক পন্থি সরকার প্রতিষ্ঠিত করার। তিনি বলেন এই কারণেই সন্ত্রাস দমনে পাকিস্তানের প্রতিশ্রুতি সত্বেও প্রকৃত পক্ষে কোন রকম অগ্রগতি হচ্ছে না।

XS
SM
MD
LG