অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরের ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত দিন আজ


মিশরের ভোটদাতারা, প্রেসিডেন্ট পদের জন্যে দু দিন ব্যাপী ফিরতি নির্বাচনে শেষ দিনে আজ ভোট দিচ্ছেন। ভোটদাতারা মুবারক আমলের প্রার্থি , সাবেক প্রধানমন্ত্রী আহমেদ শফিক এবং ইসলামপন্থিদল মুসলিম ব্রাদারহুড প্রার্থি মোহাম্মদ মরসির মধ্যে একজনকে বেছে নেবেন দেশের আগামি প্রেসিডেন্ট হিসেবে।

ভোটগ্রহণের প্রথম দিন শনিবার ভোটদাতাদের উপস্থিতি ছিল ভাল তবে গত মাসের প্রথম দফা নির্বাচনের তুলনায় এবার ভোটদাতারা কম উৎফুল্ল ছিলেন। কায়রোতে ভোটদাতা সাফিনাজ হাসান ভোট দিয়ে বেরিয়ে এসে খানিকটা নিস্পৃহ ভাবেই বললেন যে এই দু জন প্রার্থি ছাড়া তো আর কেউ নেই। এদের মধ্যে আ্ল্লাহ যেন সব চেয়ে যোগ্য প্রার্থিকে বেছে নেয়।

কোন কোন ভোটদাতা এ নিয়েও ও হতাশা প্রকাশ করেন যে গণঅভুত্থানের ১৬ মাস পর সেখানে তেমন অগ্রগতি হয়নি। মিশরের সংবিধান নেই যেখানে প্রেসিডেন্টের ক্ষমতার বর্ণনা থাকতে পারতো এবং বৃহস্পতিবার দেশের Supreme Constitutional Court সেখানকার ইসলামপন্থি প্রধান সংসদ ভেঙ্গে দেবার নির্দেশ দেবার পর ও কোন ভোটদাতা নিরাশ বোধ করছেন।

XS
SM
MD
LG