অ্যাকসেসিবিলিটি লিংক

সন্ত্রাসের জন্যে শরনার্থীদের একক ভাবে দায়ী করা যথার্থ নয় : আলী রীয়াজ


আগামিকাল বিশ্ব শরনার্থী দিবস। জাতিসংঘের শরনার্থী সংস্থা UNHCR এর উদ্যোগে আয়োজিত এই দিবসের শ্লোগান হচ্ছে Refugees have no Choice, You Do. এই থিমের তাৎপর্য সম্পর্কে ইলিনয় স্টেট ইউনিভার্সিটির পলিটিক্স ও গভর্ণমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেন যে এই যে বলা হয়েছে এই থিমে বিকল্পটা আমাদের হাতে রয়েছে সেটা হলো একদিকে যেমন শরনার্থীদের সহায়তা করা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে অন্যদিকে তেমনি এমন পরিস্থিতি সৃষ্টি না করা যার ফলে শরনার্থী সমস্যা সৃষ্টি হয় । তা রাজনৈতিক , আর্থ-সামাজিক বা পারিবেশিক যে কোন কারণেই হোক না কেন।

অধ্যাপক রীয়াজ ২০১১ সালে বিশ্বব্যাপী শরনার্থী সংখ্যা বৃদ্ধি পাবার কারণও সবিস্তারে তুলে ধরেন । পাকিস্তানে আফগান শরনার্থী এবং বাংলাদেশে রোহিঙ্গা শরনার্থীদের মধ্যে কেউ কেউ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী চক্রের সঙ্গে সম্পৃক্ত হয়ে সংশ্লিষ্ট দেশগুলির জন্যে যে মুলত সমস্যা সৃষ্টি করছে , সেই প্রসঙ্গে , ড আলী রীয়াজ বলেন যে দোষটি শরনার্থীদের নয় , যারা তাদের ব্যবহার করছে , তাদের নিয়ন্ত্রণের দায়িত্ব হচ্ছে আন্তর্জাতিক সমাজের। বস্তুত , তিনি আরও বলেন যে বাংলাদেশ রোহিঙ্গা শরনার্থীদের দেশে প্রবেশ করার অনুমতি দিয়েও আন্তর্জাতিক পর্যায়ে এই সন্ত্রাসের বিষয়টি উল্লেখ করতে পারতো। তিনি বলেন যে বর্মার সংস্কার এখন যখন সংস্কারের দিকে এগুচ্ছে তখন তাদের দেশের সামগ্রিক নিরাপত্তার দায়িত্ব যে তাদের সেটা ও বর্মা , সম্ভবত , উপলব্ধি করে।

XS
SM
MD
LG