অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করতে পাকিস্তানকে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে-সাইদ ইফতিখার আহমেদে


আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করতে পাকিস্তানকে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে-সাইদ ইফতিখার আহমেদে
আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা করতে পাকিস্তানকে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে-সাইদ ইফতিখার আহমেদে

গত সপ্তায় প্রেসিডেন্ট বারাক ওবামা আফগানিস্তান থেকে পর্যায়ক্রমে সৈন্য প্রত্যাহারের যে ঘোষণা দেন, তাতে তিনি শান্তির পক্ষে অফগানিস্তান ও পাকিস্তানের সহযোগিতার ওপর ও গুরুত্ব আরোপ করেন। তবে বাস্তবে এ দুটি দেশের মধ্যে এখনও যে দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে এবং খোদ আফগানিস্তানে রয়েছে সুশাসনের অভাব সে সব নিয়েই, উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের Government & Politics বিভাগের ফ্যাকাল্টি ড সাইদ ইফতিখার আহমেদে কথা বলেছেন ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে ।

তিনি বলেন যে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তান তখনই তার সহযোগি ভুমিকা পালন করতে পারে, যখন সে তার আঞ্চলিক পরাশক্তি হয়ে আফগানিস্তানের ওপর খবরদারি করা থেকে বিরত থাকবে। তিনি বলেন যে পাকিস্তানের সাম্প্রতিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপ বস্তুত একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানকে হুমকি দেওয়ার শামিল। ড আহমেদ আরো বলেন যে রাজনৈতিক সমাধান সাধনের জন্যে যুক্তরাষ্ট্রের প্রশংসনীয় উদ্যোগ সত্বেও, তালিবান সেই সুযোগের অপব্যবহার করতে পারে বলে তিনি মনে করেন। তিনি কারজাই সরকারের দূনীতি ও সুশাসনের অভাবের কথা ও তুলে ধরেন্।

XS
SM
MD
LG