অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের আদিবাসী ইন্ডিয়ানদের অবস্থা নিয়ে একটি রিজারভেশনে কর্মরত সায়ীদা হায়দারের কথা


যুক্তরাষ্ট্রের আদিবাসী ইন্ডিয়ানদের অবস্থা নিয়ে একটি রিজারভেশনে কর্মরত সায়ীদা হায়দারের কথা
যুক্তরাষ্ট্রের আদিবাসী ইন্ডিয়ানদের অবস্থা নিয়ে একটি রিজারভেশনে কর্মরত সায়ীদা হায়দারের কথা

সায়ীদা হায়দার একজন বাংলাদেশী-আমেরিকান – কাজ করেন যুক্তরাষ্ট্র সরকারের হেল্থ এন্ড হিউম্যান সার্ভিসেস সংস্থায় একজন পুষ্টি বিশারদ হিসেবে।

যুক্তরাষ্ট্রে এদেশের আদিবাসী ইন্ডিয়ানদের জন্য অনেকগুলো স্বতন্ত্র এলাকা রয়েছে যেগুলো রিজারভেশন নামে আখ্যায়িত। সাউথ ড্যাকোটা রাজ্যে আদিবাসী ইন্ডিয়ানদের লাকোটা সম্প্রদায়ের এমনি এক রিজারভেশনে তাঁর কর্মস্থল। সায়ীদা হায়দার জানালেন সেখানকার ইন্ডিয়ান বাসিন্দারা স্বাস্থ্য, মাদক, দারিদ্র্য, এমনি নানা সমস্যায় ভুগছেন। তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও বেশী। তাদের এলাকায় বিশ্ববিদ্যালয়, বিমান বন্দর, হাসপাতাল সব কিছুই দূরে দূরে। আমেরিকার মত বিত্তশালী দেশে এদেশের কিছু আদিবাসী সম্প্রদায় যে ধরনের জীবনযাপন করেন তা অনেকের পক্ষেই বিশ্বাস করা দুষ্কর।

সায়ীদা হায়দার মাসুমা খাতুনের সঙ্গে এই সাক্ষাত্কারে সেখানকার লাকোটা ইন্ডিয়ানদের জীবনধারা ও তাদের অবস্থা সম্পর্কে অবাক হওয়ার মতো অনেক কথা জানালেন। তিনি বলেন এই মানুষগুলোর সঙ্গে কাজ করে অসীম তৃপ্তি পেয়েছেন তিনি। জীবনে অনেক পেয়েছেন এখন এই কাজের মাধ্যমে খানিক পরিশোধ করার সুযোগ পেয়েছেন।

XS
SM
MD
LG