অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত বাংলাদেশ সুসম্পর্ক সম্পর্কে ভারতীয় পররাষ্ট্রম্ত্রী


ভারত বাংলাদেশ সুসম্পর্ক সম্পর্কে ভারতীয় পররাষ্ট্রম্ত্রী
ভারত বাংলাদেশ সুসম্পর্ক সম্পর্কে ভারতীয় পররাষ্ট্রম্ত্রী

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা বলেছেন সম্প্রতি ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক সর্বোত্তম পর্যায় অতিক্রম করছে। তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক সন্ধিক্ষণে রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত বছরের জানুয়ারিতে নয়াদিলি্ল সফরের সময় উভয় দেশের নেতৃত্ব বেশ কিছু নতুন ও সামনের দিকে এগিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, বাংলাদেশের জনগণের সমৃদ্ধি ও উন্নয়নে অংশীদারিত্ব সহযোগিতা দিয়ে যেতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

গতকাল বুধবার ঢাকায় পেঁৗছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এক সংক্ষিপ্ত বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তিনি সাংবাদিকদের আরও বলেন, 'পারস্পরিক আস্থার ভিত্তিতে দু'দেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করাই এ সফরের লক্ষ্য।'এর আগে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি স্বাগত বক্তব্য রাখেন।

XS
SM
MD
LG