অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে হরতালের প্রথম দিন সহিংস ঘটনা


বাংলাদেশে হরতালের প্রথম দিন সহিংস ঘটনা
বাংলাদেশে হরতালের প্রথম দিন সহিংস ঘটনা

বাংলাদেশে পুলিশ হরতালকারী ইসলামপন্থিদের বিরুদ্ধে টিয়ারগ্যাস ও রাবার বুলেট ছুড়েছে। ১২টি ইসলামী দল আহূত ৩০ ঘণ্টার হরতালের প্রথম দিন কাঁচপুর এবং ফতুল্লার পঞ্চবটি রণক্ষেত্রে পরিণত হয়। এ দুটি স্থানে দফায় দফায় পুলিশ ও হরতালবিরোধীদের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ হয়। ফতুল্লায় হরতাল সমর্থকদের লাঠি ও ইটের আঘাতে অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান গুরুতর আহত হন।

হরতালের প্রথম দিন রাজধানীতে ৩২ জনসহ সারাদেশে ২২৮ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। তবে ১২ দল বলেছে, তাদের ৫ শতাধিক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গাড়ি ভাংচুরের ঘটনায় মোবাইল কোর্ট ২৭ জনকে তিন থেকে ১৫ দিন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। হরতাল সমর্থকদের দাবি, সারাদেশে ৭০০ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। কাঁচপুর এবং ফতুল্লায় প্রায় ২০০ আহত হয়েছে।

XS
SM
MD
LG