অ্যাকসেসিবিলিটি লিংক

মিশরে বিবদামান পক্ষগুলোর মধ্যে একটি ভারসাম্য সম্পর্কে আশাবাদী : অধ্যাপক ইমতিয়াজ আহমেদ


মিশরের সামরিক বাহিনী এবং সেখানকার সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে ইসলামপন্থিদের সংখ্যাধিক্যে গঠিত সংসদ অল্প সময়ের জন্যে আজ এক অধিবেশনে বসেছিল। এর ফলে আপাত দৃষ্টিতে সেখানে প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসির সঙ্গে এক ধরণের বিচার বিভাগ ও সামরিক বাহিনীর এক ধরণের সংঘাতেরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এ প্রসঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে মিশরে , সেনাবাহিনী , বিচার বিভাগ এবং সংসদের মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য প্রয়োজন। তিনি বলেন, লক্ষ্য করার বিষয় যে এই অধিবেশনটি ছিল সংক্ষিপ্ত , এবং প্রতীকিও , বস্তুত স্পীকার সাদ আল কাতাতনি বলেছেন যে এই অধিবেশনে সাংসদরা আদালতের রায়ের বিরোধীতা করছেন না বরঞ্চ তাঁর কথায় মাননীয় আদালতের রায় কি ভাবে বাস্তবায়িত করা যায় , তা খতিয়ে দেখছেন।

এতে মনে হয় উভয় পক্ষই সংঘাত এড়ানোর চেষ্টা করছেন । সেনাবাহিনী এবং মোহাম্মদ মোরসি উভয় পক্ষই জনসাধারণ এবং আন্তর্জাতিক জনমতের চাপের মুখে রয়েছেন।

XS
SM
MD
LG