অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানে নেটোর সামরিক নের্তৃত্বে রদবদল


আফগানিস্তানে নেটোর সামরিক নের্তৃত্বে রদবদল
আফগানিস্তানে নেটোর সামরিক নের্তৃত্বে রদবদল

যুক্তরাষ্ট্রের জেনারেল ডেভিড পেট্রেয়াস , যিনি গত এক বছর ধরে আফগানিস্তানে নেটো বাহিনীর কমান্ডার ছিলেন , তিনি আনুষ্ঠানিক ভাবে এই দায়িত্ব যুক্তরাষ্ট্রের জেনারেল জন অ্যালেন এর কাছে হস্তান্তির করেছেন। আফগান রাজধানী কাবুলে একটি অনুষ্ঠানে গতকাল সোমবার এই পালাবদল ঘটে।

অতি সম্প্রতি অ্যালেন ছিলেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের ডেপুটি কমান্ডার। তিনি ঐ অনুষ্ঠানে বলেন যে তিনি চান যে আফগানিস্তানে নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক এবং দেশটি উগ্রবাদ ও সন্ত্রা্সবাদ থেকে মুক্ত থাকুক।

জেনারেল পেট্রিয়েস এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে লিওন পানেটার স্থলাভিষিক্ত হচ্ছেন । মি পানেটা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।

এদিকে আফগানিস্তানে নেটো জানিয়েছে যে তাদের তিনজন কর্মি দেশের পুর্বাঞ্চলে আজ এক বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন । াাফগান কর্মকর্তারা জানান যে রোববার কাবুলে , প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের একজন ঊর্ধ্বতন উপদেষ্টা এক হামলায় নিহত হন।

XS
SM
MD
LG