অ্যাকসেসিবিলিটি লিংক

সোনিয়া গান্ধী বাংলাদেশ সফরে আসলেন


ঢাকা মাহজালাল বিমান বন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা দীপুমণি স্বাগত জানাচ্ছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে
ঢাকা মাহজালাল বিমান বন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা দীপুমণি স্বাগত জানাচ্ছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে

ভারতের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী দু'দিনের সফরেরোববার ঢাকায় এসেছেন । প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তিনি এ সফরে এসেছেন। সোনিয়া গান্ধীসোমবার সকাল ঢাকায় রূপসী বাংলা হোটেলে অটিজম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ।


রোববার রাতে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি বিমানে ঢাকায় এসে পৌছুরল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনিয়া গান্ধীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। তার সঙ্গে এসেছেন ভারতের গৃহায়ন, দারিদ্র্য বিমোচন ও সংস্কৃতিমন্ত্রী কুমারী সালজা।

বিমানবন্দরে সোনিয়া গান্ধীকে স্বাগত জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য প্রাণ গোপাল দত্ত।

XS
SM
MD
LG