অ্যাকসেসিবিলিটি লিংক

আমেরিকার ঋণের মাত্রা বাড়াতে কংগ্রেস নেতাদের সাথে ওবামার শমঝোতা


আমেরিকার ঋণের মাত্রা বাড়াতে কংগ্রেস নেতাদের সাথে ওবামার শমঝোতা
আমেরিকার ঋণের মাত্রা বাড়াতে কংগ্রেস নেতাদের সাথে ওবামার শমঝোতা

আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা কংগ্রেস নেতাদের সাথে দেশের ঋণের মাত্রা বাড়াতে একটি শমঝোতায় পৌছেছেন। যাতে করে আমেরিকার সরকার ঋণখেলাপী হবার হাত থেকে রেহাই পায়। প্রেসিডেন্ট বারাক ওবামা রবিবার রাতে বলেছেন, আগামী ১০ বছরে ১ লক্ষ কোটি ডলার ব্যয় ছাঁটাই-এর প্রস্তাব সম্বলিত এক চুক্তি হয়েছে । কংগ্রেসে উভয় দলের সদস্যদের নিয়ে এক প্যানেল আরও প্রায় ১ লক্ষ ৫০ হাজার কোটি ডলার হ্রাসের বিষয়টি বিবেচনা করবেন । তিনি বলেন, প্যানেল কর বৃদ্ধি, সমাজ কল্যাণমুলক কর্মসুচী যেমন মেডিকেয়ার খাতে ব্যয় হ্রাসসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে দেখবেন। প্যানেল যদি কোন মতৈক্যে পৌঁছতে ব্যর্থ হয়, তা হলে এই চুক্তিতে এমনিতেই ব্যয় হ্রাস করা হবে । কংগ্রেসকে অবশ্যই এই শমঝোতা চুক্তি অনুমোদন করতে হবে । ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সেনেটে তা অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে। তবে এই চুক্তি প্রতিনিধি পরিষদে আরও বাধার সম্মুখীন হতে পারে। পরিষদ রিপাবলিকানরা নিয়ন্ত্রণ করছে । সরক্ষণশীলরা অভিযোগ করেন যে এই শমঝোতা চুক্তিতে তেমন কোন ব্যয় ছাঁটাই করা হয়নি।

XS
SM
MD
LG