অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় সরকারী অভিযানে ৮০ জন নিহত


হামা শহরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ২৯ তারিখের বিশাল বিক্ষোভ
হামা শহরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ২৯ তারিখের বিশাল বিক্ষোভ

সিরিয়ার সক্রিয়বাদীরা বলছেন যে ট্যাঙ্কের সমর্থনে সৈন্যরা হামা শহরের বাশিন্দাদের ওপর গলি চালিয়েছে এবং এতে কমপক্ষে ৮০ জন প্রাণ হারায়।

সক্রিয়বাদীরা বলছেন মেশিন গান ও ট্যাঙ্কের শব্দ রোববার গোটা শহরে শোনা যায় । চিকিৎসা কর্মকর্তারা বলছেন যে বহু আহত লোকে হাসপাতাল ভরে যায় এবং সেখানে রক্তের প্রয়োজন দেখা দেয়। মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।

রোববার সকালে সৈন্যরা আক্রমণ শুরু করে, এলোপাতাড়ি গুলি চালায় এবং লোকজন যে সব ব্যারিকেড সৃষ্টি করেছিল সেগুলো তারা ভেঙ্গে ফেলে।

হামায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বড় রকমের কয়েকটি প্রতিবাদ হয়েছে । শহরটি সিরিয়ার প্রতিরোধের ইতিহাসে একটি বিশিষ্ট ভূমিকা পালন করেছে। ১৯৮২ সালে বাশার আল আসাদের বাবা সেখানে বিদ্রোহ দমন করতে সামরিক শক্তি ব্যবহার করলে , সেখানে হাজার হাজার লোক প্রাণ হারায়।

XS
SM
MD
LG