অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়া পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানী ড সাঈদ ইফতিখার আহমেদের মূল্যায়ন


লিবিয়া পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানী ড সাঈদ ইফতিখার আহমেদের মূল্যায়ন
লিবিয়া পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানী ড সাঈদ ইফতিখার আহমেদের মূল্যায়ন

লিবিয়া পরিস্থিতি এখন ও বেশ ঘোলাটে হয়ে রয়েছে এবং যদি ও সেখানে , অনেকেই বলছেন , মোয়াম্মার গাদ্দাফির পতন , এখন সময়ের ব্যাপার মাত্র , তবু ও কিছু কিছু এলাকায় গাদ্দাফি সমর্থকরা তাদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে । এই পরিস্থিতি এবং লিবিয়ায় গাদ্দাফি সরকারের সম্ভাব্য পতনের প্রতিক্রিয়া নিয়ে University of Northern Arizona ‘র সাবেক শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক ড সাইদ ইফতিখার আহমেদ কথা বলেছেন ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের সঙ্গে ।

লিবিয়ার পরিস্থিতি যে পরবর্তনশীল সেকথা প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বলেছেন অবস্থা বেশ তরল। খোদ গাদ্দাফির এক ছেলে , সাইফ এল ইসলাম গ্রেপ্তার হয়েছেন এ রকম সংবাদের পর ও দেখা গেল যে তিনি দিব্যি নিজেকে তুলে ধরলেন , সর্ব সমক্ষে। এই ঘটনা লিবিয়ার বিদ্রোহীদের অবস্থানকে কতটা অনিশ্চিত করেছে জাননে চাইলে ড আহমেদ বলেন যে লিবিয়ার বিদ্রোহীর অবস্থান এর ফলে দুর্বল হয়নি কারণ গাদ্দাফির পূর্নাঙ্গ পতন আসন্ন। তবে তিনি এই আশংকা ও প্রকাশ করেন যে লিবিয়ার বিদ্রোহীদের সঙ্গে মৌলবাদী হামাস গোষিঠ মিশে যাচ্ছে বলে যে খবর পাওয়া গেছে সেটি চিন্তার বিষয় । ড ইফতিখার আহমেদ আরও লিবিয়ার ব্যাপার চীনের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের বিষয়টিও তুলে ধরেন। ড সাইদ ইফতিখার আহমেদ বলেন যে জনসমর্থনহীন গাদ্দাফি প্রশাসনের পতন অবশ্যম্ভাবী।

XS
SM
MD
LG